Main Menu

রাস্তা ও ড্রেন নির্মানের আগেই গ্যাস লাইন, পানির লাইন স্থাপন করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আর্থিক দৈন্যতা ও নানান প্রতিকুলতার মধ্যে দিয়ে আমরা শহরের রাস্তা ড্রেন নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে প্রায় আড়াই হাজার আবাসিক গ্যাস সংযোগ ও ৩৮কি.মি. পাইপ লাইন স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার রোড কাটিংএর ফলে শহরের রাস্তা ও ড্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে। শহরে সৌন্দর্য নষ্ট হয়েছে। রাস্তা ও ড্রেনের স্থায়ীত্ব কমেছে। তাই পৌর পরিষদের সিধান্ত অনুযায়ী নির্মানকৃত ভবিষ্যতে কোন রোড কাটিংএর অনুমতি দেওয়া হবে না। মেয়র গতকাল পৌরসভার শন্তিবাগ থেকে মুন্সেফপাড়া গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি কোন রাস্তা ও ড্রেন নির্মানের আগেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গ্যাস লাইন, পানির পাইপ লাইন স্থাপনের অনুরোধ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, পৌর কাউন্সিলর আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভপতি মোঃ রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ হুমায়ন কবির, মোঃ এখলাছুর রহমান, মোঃ কামাল আহমেদ, শেখ আল মামুন, মোঃ নজরুল ইসলাম, একেএম মামুনুর রশিদ, মাস্টার আবু মোহাম্মদ, মাও আবুল খায়ের, ফয়সাল আহমেদ ওয়াকার, ফেরদৌস মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ শফিক, মোঃ খলিল, আরাফাত, সালাউদ্দিন আহমেদ দিপু, মোঃ লিটনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন এবং নির্মান কাজ সফল ভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।






Shares