Main Menu

শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য এনজিও কর্মীদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে-জেলা প্রশাসক

+100%-

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয় শীর্ষক এক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা এডাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডাব এর পরিচালক কে এম জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এডাব এর প্রোগ্রাম সমন্বয়কারী কাউসার আলম কনক।  ব্রাহ্মণবাড়িয়া জেলা এডাব’র সাধারণ সম্পাদক ও শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস. এম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকার পরিচালক এস. এম সাইদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আইয়ুব খান, জেলা এডাব’র সভাপতি মোঃ শরিফ উদ্দিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও এডাব’র সমন্বয়কারী বাবুল আক্তার প্রমুখ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য এনজিও কর্মীদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। জেলার সকল এনজিওদের কার্যক্রমে স্বচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে। সরকার এবং এনজিওদের মাঝে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই জেলার সকল এনজিওদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে এবং দেশ আরো অনেক এগিয়ে যাবে।






Shares