Main Menu

মোটর সাইকেল চুরিতে জড়িত ৩ জন গ্রেফতার ॥ গাঁজা সেবনের দায়ে ১ জনের ২ বছর সাজা প্রদান

+100%-

নকল চাবী তৈরি করে ১০ লক্ষ টাকা চুরির অপরাধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের তৎপরতায় ২ জন ও মোটর সাইকেল চুরির অপরাধে ১ জন গ্রেফতার এবং গাঁজা সেবনের অপরাধে ১ জনকে ভ্রাম্যমান আদালতে ২ বছরের সাজা প্রদান ।  মডেল থানার টিএসআই মাসুদ রানার নির্ভরযোগ্য সূত্রের  তথ্যে জানান, পৌর এলাকার ইউনুছিয়া মাদ্রাসা রোডে অবস্থিত জননী কুরিয়ার সাভিস এর শাখায় চাকুরীরত নড়াউল জেলার নড়াগাতি গ্রামের সজিব মুন্সি (২২)  এবং ফুলবধিনা গ্রামের নাঈমুল ইসলাম (২০)  পরিকল্পনা মোতাবেক চুরির উদ্দেশ্যে দরজা ও সিন্দুকের নকলচাবি তৈরি করে। এরপর গত কয়েক দিন আগে বাড়ী যাবার কথা বলে সজিব মুন্সি উক্ত কুরিয়ার সার্ভিস অফিস হতে অন্যত্র চলে যায়। আর দায়িত্বরত থাকে নাইমুল ইসলাম। গতকাল সোমবার ভোরে জননী কুরিয়ার সার্ভিসের শাখা ম্যানেজার অফিস খলতে যেয়ে দেখতে পান ভেতরে ঢুকার দরজা খোলা, মেঝেতে চাবি পঢ়ে আছে, সিন্দুক খোলা টাকা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। এতে তিনি উক্ত দুই কর্মচারিকে সন্দেহ করে টিএসআই মাসুদ রানাকে বিষয়টি অবহিত করলে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে সন্দেহভাজন নাঈমূল ও সজিব মুন্সিকে ব্যাপক জিজ্ঞাসা করে পরিকল্পনা এবং টাকা চুরির চেষ্টা নিশ্চিত হন এবং দুজনকে গ্রেফতার করেন। এব্যাপারে জননী কুরিয়ার সার্ভিসের শাখা ম্যানেজার ফারজানাল হাসান বাদী হয়ে (মামলা নং- ৮১)  মামলা করেন। এছাড়া একই পুলিশ ফোর্স গত কয়েকদিন আগে একটি মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত সদর উপজেলার অষ্টগ্রামের ইয়াকুব (২০) নামে ইকজনকে গতকাল সোমবার জনতার সহায়তায় গ্রেফতার করে। তার বিরুদ্ধে মডেল থানায় মামলানং ৮২ রজু করা হয়েছে। অপরদিকে,,বেলা ১২টার দিকে শহরের কাঝীপাড়ার সাহাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে নরে আলম ওমর (২০) কে আটক করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসনাত মোর্শেদ ভূইয়ার ব্রাম্যমান আদালতে হাজির করলে আদালতে গাঁজা সেবনকারীকে ২ বছরের সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। প্রেস বিজ্ঞপ্তি






Shares