স্বতস্ফূর্তভাবে সর্বাত্মক হরতাল পালিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া বাসীকে জেলা বিএনপির অভিনন্দন
২৭ ডিসেম্বর শনিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে ২০ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসমাবেশ করতে না দেওয়া এবং ২০ দলীয় জোটের নেতৃবৃন্দকে অহেতুক মিথ্যা মামলায় গ্রেফতার ও বেআইনি রিমান্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী গতকাল সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল-সন্ধ্যা স্বতস্ফূর্তভাবে হরতাল পালিত হওযায় ব্রাহ্মণবাড়িয়া বাসীকে এক বিবৃতিতে অভিনন্দন জানান জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
গতকালের হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ও মোড়ে মোড়ে বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল করে এবং সমস্ত শহরে হরতালের স্বপক্ষে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।
শহরের কালীবাড়ি মোড়ে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, রফিকুল হক, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম। সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিম, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এমদাদুল হাসান, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবু শামীম মোঃ আরিফ, সাবেক ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুল হোসেন চপল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রিপন, সাবেক সহ ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, সদর থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব এডঃ মাসুদ, মহিলা দল নেত্রী সামছুন্নাহার প্রমুখ।
শহরের কাউতলী মোড়ে এক বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এডঃ তরিুকুল ইসলাম ইসলাম রুমা, এডঃ এম এ করিম, এডঃ ইসহাক, এডঃ মালেক, শেখ সাদির, বুলবুল আহমেদ মুসা, পৌর ছাত্রদলের আহবায়ক সানি, সদস্য সচিব মান্না, কলেজ ছাত্রদলের সভাপতি সোহেব, সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা প্রমুখ। সভাপটি পরিচালনা করেন শেখ মোঃ হাফিজুল্লাহ্।
শহরের কুমারশীল মোড়ে অপর এক বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোঃ জাহাঙ্গীর, মোবারক মুন্সী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জামাল কমিশনার, সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক সহ দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, সাবেক সহ শিক্ষা সম্পাদক নিয়ামুল হক, সাবেক সহ প্রচার মোঃ মাহিন, সাবেক সদস্য জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, শামীমা বাছির স্মৃতি, এডঃ ইসমত আরা, খুশপিয়ারা কবির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পৌর যুবদলের আহাবয়ক তানিম শাহেদ রিপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ খবির আখন্দ, যুগ্ম বায়েজিদ হেলাল, সৈয়দ তৈমুর, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ শাহীন, সদর থানা ছাত্রদলের আহবায়ক আশিকুল ইসলাম সুমন, সদস্য সচিব মোঃ তানভীর রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি