কুখ্যাত ডাকাত রুবেল প্রঃ দুখু মিয়া গ্রেফতার এবং ২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ এসআই/মনিরুজ্জামান ভুইয়া, এএসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২৩.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন মধ্যপাড়া পোয়া পুুকুরপাড় মোঃ শরীফুজ্জামান এর ২য় তলা বিল্ডিংয়ের পশ্চিম দিকের খালি জায়গায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রুবেল প্রঃ দুখু মিয়া (২৮), পিতা-হোসেন মিয়া, সাং-উত্তর শেরপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর স্বীকারোক্তী ও দেখানো মতে, ডাকাতি করার কাজে ব্যবহৃত ০২টি রামদা, ০১টি চাকু ও ০৬টি বোমা (দেশীয় ভাষায় ককটেল) উদ্ধার করা হয়। এই সংক্রান্তে বর্ণিত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক ০২টি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, মহাসড়কে বড়িকেড সৃষ্টি করিয়া যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে রুবেল প্রঃ দুখু মিয়াসহ আরো ২৫/৩০ জন ডাকাত একত্রে ঘটনাস্থল মধ্যপাড়া পোয়াপুকুর পাড় এলাকায় সমবেত হয়েছিল বলে জানা যায়।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মাসুদ রানা ও এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ২৩/১২/১৪ তারিখ ১৩.১০ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জাহানারা (৪৫), স্বামী-রহমত আলী, সাং-জাহাঙ্গীর নগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিলসহ অত্র থানাধীন রামরাইল উড়শিউড়ার মধ্যবর্তী ব্রীজ (রামরাইল ব্রীজ) হতে অনুমান ৩০ গজ উত্তরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে জাহানারা এর বিরুদ্ধে মাদক আইনের ০১টি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি































