Main Menu

জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত॥ বাঞ্চারামপুরের কমিটি বাতিল

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ,উদ্দীপনায় জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১ বছর পর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।জেলা যুবলীগের সভাপতি এড.মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজহার উদ্দিন।বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি এড.শাহানুর ইসলাম,যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম জহির।সভায় ১১ বছরের পুরনো বাঞ্চারামপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায়,দীর্ঘদিনেও সম্মেলন করতে না পারায় এবং সাংগঠনিকভাবে নিস্ক্রিয় হওয়ায় বাতিল করা হয়।এছাড়া জেলার আরো ৮ টি উপজেলা যুবলীগের সম্মেলন করার জন্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের সম্পন্ন করার জন্য নির্ধারিত তারিখ দেয়া হয়।


Shares