Main Menu

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, ১৭ এপ্রিলের ঘোষণা পত্র ও সরকার গঠন মুক্তিযুদ্ধকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল। একটি মহল কর্তৃক মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে, অপচেষ্টা চালানো হচ্ছে, এর থেকে পরিত্রাণের জন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশ প্রেমিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বৃহস্পতিবার জেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে সকল দেশ প্রেমিক জনতাকে বঙ্গবন্ধুর কাঙ্খিত ক্ষুধা ও দারিদ্র, নিরক্ষতা মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবানও জানান এই বর্ষীয়ান নেতা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা ইকবাল হোসেন, এড. কামরুজ্জামান অপু, আলম আরা দুলি, মনিরুজ্জামান ভূইয়া শিপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হেলাল উদ্দিন, মো. জামাল হোসেন, সাইদুৃর রহমান জুয়েল, আব্দুল কাদির সুমন, মো, সফিউল্লাহ, এড. আক্কাস আলী, রনক সুলতানা পারভীন, আমিরুনেছা নিপা, বিজয় কৃষ্ণ মল্লিক, ডা, মিজন, সাগর চান, দিদারুল আলম, মো. জাকির হোসেন, স্বপন মিয়া, বোরহান উদ্দিন রানা প্রমূখ।- খবর বিজ্ঞপ্তি






Shares