টেলিফোনের জয় জয়কারে সরকার দলীয় প্রার্থীরা ভীত, তাই তারা জেল-জুলুম করছে, হাজী মোঃ জাহাঙ্গির
টেলিফোনের জয় জয়কারে সরকার দলীয় প্রার্থীরা ভীত হয়ে পড়েছে। তাই তারা এখন আমাদের নেতাকর্মীদের জেল-জুলুম ও বিভিন্নভাবে নির্যাতন করছে। স্বাধীনতার এই মাসে গণতেন্ত্রর প্রতীক ভোট সবাই যেন সুষ্ঠভাবে দিতে পারে তার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। বুধবার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজ উদ্দিন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চান্দপুর বাজারে মাছিহাতা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত জনগণের কাছে বক্তার বক্ত্যবে এভাবেই মনবাসনা ব্যক্ত করেনে বিএনপি সমর্থিত একক প্রার্থী হাজী মোঃ জাহাঙ্গির। এ সময় তিনি এনায়েত নামে তার এক সমর্থকের গ্রেফতারেও নিন্দা জানান।
একই জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এই সরকার ৫ জানুয়ারী নির্বাচনে ৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তাদের বিরুদ্ধে কথা বললে হত্যা, গুম, জেল-জুলুম ও নানাভাবে নির্যাতন করে। তাদের জুলুমের প্রতিবাদ দিতে হবে ৩১ মার্চের নির্বাচনে।
মাছিহাতা ইউপি বিএনপি সভাপতি আব্দুল হাই আব্দুর সভাপতিতে সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম,মোমিনুল হক, সহ দপ্তর সম্পাদক হাজী সাব্বির আহমেদ,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ আজিজুর ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ সভাপতি রাশেদ কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজউল্লাহ, সহ অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস( সাবেক চেয়ারম্যান), যুগ্ন আহ্বায়ক নূরে আলম শাহ্, মাছিহাতা ইউপি সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর ইসলাম মোহন,জীবন, মনির, কাছম আলী, এস,এ সাচ্চু ভূইয়া, আবেদ, রুবেল সহ আরো আনেক নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)