Main Menu

তিতাসের ২২নং কূপের খনন কাজ সম্পন্ন, জাতীয় গ্রাডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

+100%-


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের ২২নং কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা মূলক ভাবে জাতীয় গ্রাডে আজ বুধবার ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হয়েছে। গত জানুয়ারী মাসে বিরাসারে এ খনন কাজা শুরু হয়।

রাশিয়ার রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান গ্যাজফ্রমের সাথে চুক্তির আওতায় ৮’শ কোটি টাকা ব্যয়ে ৫টি কুপের মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রের খননকৃত ৩নং কুপ এটি।  এদিকে তিতাস ফিল্ডের ২৭ নং কূপের খনন কাজ সাফল্য জনক ভাবে এগিয়ে চলছে। অচিরেই এ কূপের খনন কাজ সম্পন্ন হবে।






Shares