প্রত্যেকটি নির্বাচনই চ্যালেঞ্জিং ঃ নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব
২ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশনের উদ্বোধন
নিবাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, প্রত্যেকটি নির্বাচনই চ্যালেঞ্জিং, বাংলাদেশে মতো দেশে নির্বাচন যে শান্তিপূর্ণভাবে হবে এমনটি নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, আগামী ৩১ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে জন্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের তিনি এ কথা বলেন।
পরে তিনি ২ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশনের উদ্বোধন এবং পরিদর্শন করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান-পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রব সহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।