মিলাদুন্নবী-সিরাতুন্নবী পালন নিয়ে দ্বন্দ্ব : ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে উত্তেজনা
শামীম উন বাছির: সিরাতুন্নবী সমর্থকদের পাল্টা কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মিলাদুন্নবীর জসনে জুলুস করতে পারেনি সুন্নী আন্দোলনের নেতাকর্মীরা। কওমী ছাত্র ও শিক্ষকরা ছুন্নী আন্দোলনের ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের বিপক্ষে অবস্থান নেওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এজন্য সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে জশনে জুলুস বের করার ঘোষণা দিয়েছিল সুন্নী আন্দোলন। এর প্রতিবাদে সোমবার বিকালে কওমি মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা সুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষণা দেয় এবং মঙ্গলবার সিরাতুন্নবী পালনের কর্মসূচি ঘোষণা করেন। এমন অবস্থায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে শহরের কাচারি পুকুর পাড়ের আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চ মাঠে অবস্হান করে সিরাতুন্নবী পালন করে জেলা কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। এসময় তারা ছুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় তারা বলে নবীজীর জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ আছে; কিন্তু উনার মৃত্যু দিবস নিয়ে কোন দ্বিমত নেই। তাই এদিনে জশনে জুলুসের র্যালী সম্পূর্ণভাবে বেদাত। |