জাপাপ্রার্থীকে কেন প্রতীক নয়-ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে ইসির নোটিশ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি কেন জানতে চেয়ে জেলা প্রশাসককে (ডিসি) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা নূর মোহাম্মদ মজুমদারকে এ নোটিশ দেয়া হয়।
জানা গেছে, এ আসনে জাপার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগের ওবায়দুল মোক্তাদির চৌধুরী চূড়ান্ত মনোনয়নে টিকে যান।
তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ ডিসেম্বর ওবায়দুল মোক্তাদির চৌধুরী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য লিখিতভাবে আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন।
কিন্তু ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হলেও জাতীয় পার্টির প্রাথীকে দেয়া হয়নি।
এবিষয়ে রিটার্নিং অফিসারের পক্ষ থেকেও কিছুই জানানো হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে সোমবার এ বিষয়ে একটি আবেদন পাওয়ার পর কমিশন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।