Main Menu

আশুগঞ্জে খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

+100%-

ইসহাক সুমন আশুগঞ্জ প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বড়তল্লায় আজ সোমবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহতরা হলো আম্বিয়া খাতুন(৪০), আসলাম মিয়া (৪০), সফর আলী(৩০), এরশাদ মিয়া (২২), জুনায়েদ মিয়া(২০), সালাহ উদ্দিন (২১)।

প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বড়তল্লা গ্রামের রহিছ মেম্বারের বাড়ি নোয়াব মিয়ার ছেলেরা মাসুদ ও বাহারের বাড়ির নূরুল ইসলামের ছেলে সোহেল বাড়ি পাশ্বে মাঠে ক্রিকেট খেলতে গেলে তাদের মধ্যে হাতা হাতি হয়। এর জের ধরে আজ সোমবার সকালে রহিছ মেম্বারের বাড়ির দুলাল মিয়া, আজগর আলী,বাচ্চু মিয়া, আলী আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাহারের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে রহিছ মেম্বারের বাড়ির লোকজন বাহারের বাড়ির ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় ৩লক্ষ টাকা,স্বণাঅলাংকার,আসবাবপত্র লটুপাট করে নিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা(তদন্ত) মহিউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  






Shares