ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে শিশু মেধা বৃত্তি পরীক্ষা
শামীম উন বাছির: প্রতি বছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে শিশু মেধাবৃত্তি পরীা অনুষ্ঠিত হয়েছে। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ, আঞ্জুমান আরা স্কুল ও আবদুর রউফ চৌধুরী স্মৃতি আদর্শ কিন্ডার গার্টেনের যৌথ উদ্যোগে শিশু মেধাবৃত্তি পরীার মূখ্য সমন্বয়ক অধ্য মকবুল আহমেদ এর পরিচালনায় সকাল ১১ টায় এ মেধাবৃত্তি পরীার উদ্বোধন করেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলার ৮ টি উপজেলার ৫৬ টি শিা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিশু শিার্থী পরীায় অংশ নিয়েছে বলে উবায়দুল মোকতাদির চৌধুরী জানান। জানা যায়, ২০০৪ সাল থেকে এ প্রতিযোগিতামূলক পরীা অনুষ্ঠিত হচ্ছে। পরীায় অংশ নেয়া শিার্থীদের মধ্যে শতকরা ৫ ভাগকে শিশু মেধাবৃত্তি ও ২০ ভাগকে সাধারন বৃত্তি প্রদান করা হবে। মেধাবৃত্তি পরীায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।