মধ্যপাড়ায় পূজা মন্ডপের প্রবেশদ্বারে ময়লার স্তুপ, ভোগান্তিতে এলাকাবাসী
শহরের প্রাণ কেন্দ্র মধ্যপাড়ায় শারদীয় দূর্গা উৎসবের পূজা মন্ডপের প্রবেশদ্বার ও সড়কে আবর্জনার স্তুপ পড়ে রয়েছে । আর এতে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে মন্ডপ গুলোতে এবং এর আশে পাশের বাসাবাড়িতে। সরেজমিনে বৃহস্পতিবার ঐসব এলকা ঘুরে দেখা গেছে, শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির এলাকা এবং মধ্যপাড়া দূর্গা বাড়ি এলাকায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সে গুলো পচে দূর্গন্ধ ছড়াচ্ছে সেখানে। এতে ঐ সব পূজা মন্ডপের দর্শনার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী এই ময়লা অপসারণের জন্য পৌর মেয়রের সদর দৃষ্টি কামনা করেছেন। |
« ই-সার্ভিসের আওতায় আসছে উপজেলার সরকারি অফিস (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ১ ঘন্টা পর ট্রেন ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু »