জেলা বিএনপির প্রতিনিধি দলের সাথে আমেরিকার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রতিবেদক : আমেরিকার রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনা কর্তৃক পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টায় জেলা সার্কিট হাউজে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল আমেরিকার রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনার সাথে সাক্ষাত করেন। প্রতিনিধি দলে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি বিগত উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী এ বি এম মোমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ সভাপতি রাশেদ কবির আখন্দ ও ইঞ্জিঃ শ্যামলের প্রেস সচিব শেখ সাদী এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সকল নেতৃবৃন্দ ক্ষমতাসীন আওয়ামী সরকারের নির্যাতন, হামলা, মামলা, খুন, ঘুমের ও দুর্নীতির চিত্র তুলে ধরে স্ব স্ব বক্তব্য রাখেন। বিগত উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তব্যে বিগত সংসদ উপ নির্বাচনে মতাসীন ক্যাডারদের নির্বাচনী কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে কিভাবে ফলাফল পাল্টিয়ে দিয়েছিল তার চিত্র তুলে ধরেন। পাশাপাশি তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধাক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। দীর্ঘ পৌনে একঘন্টা আলোচনায় ডেন ডব্লিও মজিনা ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায়ের রাজনৈতিক খোজ খবর নেন। পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেন। |