Main Menu

ছাত্রলীগের নেতা তুহিনের উপর শিবিরের হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

+100%-

প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের উপর ছাত্র শিবিরের বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকালে স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সহ সভাপতি অশেষ রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ সায়েদুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগ নেতা জিদনী, হাবিবুল্লাহ্ ভূইয়া বিপ্লব, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম খায়েস, গোলাম ছানদানী, মহসিন মোল্লা, শ্রাবণ, মুন্না, শহর ছাত্রলীগ নেতা রাফি, রাইয়ান সরকার, বিপ্লব মিয়া, তন্দ্রয়, জয়, নাবিদ। সভায় বক্তারা বলেন ছাত্র শিবির তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে আসছেন। রগ কাটা, বোমাবাজি ও লুটপাটসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা দেশের শাসন মতায় আসার ঘ্রিন্ন  পায়তরা করছে। বক্তারা তুহিনের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়ার দাবী করেন। এ সময় তারা স্বাধীনতার বিরোধী চক্র জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।






Shares