Main Menu

জেলা হালকা মাইক্রোবাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা, নির্বাচন শনিবার

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা হালকা মাইক্রোবাস মালিক সমিতির ২০১১-২০১২ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কর্তপক্ষ। ২০১২-১৩ সালের কমিটি শনিবার সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত হবে।
মালিক সমিতি সূত্র জানায়, গত বৃহস্পতিবার সিনিয়র সহ-সভাপতি মো. এস.এম. নাদির উদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ পৌরতলাস্থ কার্য্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠন করতে সমিতির উপদেষ্টা ফরিদ উদ্দিনকে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়। শনিবার সন্ধ্যায় সমিতি কার্য্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আহবায়ক ফরিদ উদ্দিন  সমিতির সকল সদস্যকে নির্বাচনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।  


Shares