ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষকসহ ৩জন গুরুতর আহত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষক ও তার পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪ ল টাকা, ৪টি হালের গরু এবং ফ্রিজ ও টেলিভিশন লুট করে নিয়ে যায়। জানা যায়. সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের স্কুল শিক্ষক ও ওই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ওরফে আসাদ মাস্টারের সাথে জমির খান, সালমান খান এবং আলী মিয়ার মামলা সংক্রান্ত ঘটনার বিরোধ চলে আসছিল। গত বুধবার গভীর রাতে তাদের নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন আবুল হাসেম ওরফে আসাদ মাস্টার (৭৫), তার স্ত্রী আসমা বেগম (৬৬) ও ছোট ছেলে মাকসুদ মিয়া (২৫)। গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সদর থানায় দায়ের করা মামলার বাদি আসাদ মাস্টারের ছেলে মাসুম মিয়া জানান, স্থানীয় সন্ত্রাসী ও কোড্ডা গ্রামের জমির খান, সালমান খান ও আলী মিয়ার নেতৃত্বে ৮/১০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে বাবার মাথা দ্বি-খন্ডিত করাসহ ডান হাতের হাড় ভেঙ্গে ফেলে এবং বুকে বলম দিয়ে আঘাত করে। তার মা ও ছোট ভাইয়ের উরুতে এবং হাতে দা দিয়ে কুপিয়েছে। তিনজনের মধ্যে বাবার অবস্থা আশংকাজনক। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব জানান, বৃহস্পতিবার সকালে কোড্ডা গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রউফ নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। |