Main Menu

জেলা গোয়ন্দা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

+100%-

প্রতিনিধি :গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের আলোচিত এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পারুল বেগম নামে মহিলা তার মেয়ে আখিকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করে।

মামলার আর্জিতে অভিযোগ করা হয়, আসামি এএসআই মো. জাহাঙ্গীর আলম গত ৯ই জুলাই রাত সাড়ে ১১টায় সে আরও দু’জনকে নিয়ে ভাদুঘরে তাদের বাসায় এসে দরজা ধাক্কাতে থাকে। ঘটনার সময় বাদিনী পারুল বেগম তার চিকিৎসার জন্যে ঢাকায় ছিলেন। তাদের দরজা ধাক্কানোর বিষয়টি মোবাইল ফোনে আঁখি জানানোর মুহূর্তেই জাহাঙ্গীর ও আরও দু’জন জোরপূর্বক ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম আঁখিকে জাপটে ধরে। এ সময় আমার ছোট ছেলে আমার মেয়েকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় আমার মেয়ে আঁখি দৌড়ে বাড়ির ছাদে উঠে যায়। জাহাঙ্গীরও তার পিছু পিছু ছাদে যায় এবং তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আঁখির কোমরে ভাঙাসহ সারা শরীরে জখম হয়। এ সময় আমার ছেলে অটোরিকশা চালক সাকিল মিয়া বাড়ি ফিরে এসে ঘটনার প্রতিবাদ করতে থাকলে এএসআই জাহাঙ্গীর তাকে আটক করে নিয়ে যায়। পরে ৫টি ফেনসিডিল ও ১০টি ইয়াবা ট্যাবলেট দিয়ে তার বিরুদ্ধে মাদকের মামলা দেয়। এরপর বাদিনীকে হুমকি দেয় ঘটনাটি কাউকে জানালে পরিবারের সবাইকে মামলা দিয়ে জেল খাটাবে। আর্জিতে আরও বলা হয়, পুলিশের কাছে এ অভিযোগ দেয়ার পর কোন বিচার না পাওয়ায় তারা আদালতে মামলা করেছেন।
আদালত অভিযোগ তদন্তের জন্য র্যাব-৯ কে নির্দেশ দিয়েছে।






Shares