লন্ডনে তারেক-ফখরুল একান্ত বৈঠক : মনোনয়ন প্রত্যাশীদের তালিকা হস্তান্তর
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ডেস্ক ২৪ :লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দুই ঘন্টা বৈঠক করেছেন। বৈঠকে তারেক-ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবদলের এক কেন্দ্রীয় নেতা। লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টায় তারেকের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ও ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বেশ কয়েকটি জেলার বিএনপি কমিটি, ঢাকা মহানগর কমিটি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের বিভিন্ন এলাকার কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন তারেকের কাছে। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়েনর জন্য প্রাথমিক বাছাইকৃত প্রায় ৫০০ জনের একটি তালিকা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন মির্জা ফখরুল। বৈঠকের শেষ পর্যায়ে তারেক-ফকরুল প্রায় ১৫ মিনিট আলাদাভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের আমন্ত্রণে ‘ডেমোক্রেসি, গুড গভার্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিতে সোমবার সন্ধ্যা ৭টায় লন্ডন পৌছায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। |
« জেলা গোয়ন্দা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মালয়েশিয়ার জন্য আরো ১১ হাজার ৭০৪ জন নির্বাচিত »