Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ দলের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।জামায়াতের রোকনসহ আটক ৭

+100%-

সুমন নূর : বুধবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াতের এক রোকনসহ জেলার বিভিন্নস্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া সাতজনের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৩৬) বিজয়নগর উপজেলা জামায়াতের রোকন। বাকিরা সবাই বিএনপির কর্মী।  
বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে খন্ড খন্ড মিছিল করছে।সকাল সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয়।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বন্ধ রয়েছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরের ৪০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার ৮টি উপজেলায় হরতাল পালিত হচ্ছে।
কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।






Shares