Main Menu

তিতাসের ২০নং কুপ খনন কাজ সম্পন্ন,৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে

+100%-

প্রতিবেদক : ব্রাক্ষনবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রর ২০নং কুপ খনন কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসেই ত্র কুপ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ হবে। দেশের গ্যাস সংকট নিরসনে বাংলাদেশ গ্যাস ফিল্ড রাশিয়ার রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সাথে চুক্তির আওতায় ৫টি কুপের মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রেই ৪টি কুপ খনন কাজ শুরু হয়েছে। গ্যাসের সাথে সাথে কুপ গুলো থেকে প্রতিদিন ১২০ ব্যরেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন আশা করছে সংশ্লিষ্টরা। ফাষ্ট ট্রাক প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। শিগগিরই অন্য ৩টি কুপ খনন শেষ হবে। খনন শেষে গ্রীডে যোগ হবে অন্তত ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। সংশ্লিষ্টরা তিতাসের এ গ্যাস ক্ষেত্র থেকে প্রচুর গ্যাস পাওয়া আশা করছে। ৪টি কূপ থেকে উত্তোলিত গ্যাস এর সাথে আসা অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ ও প্রসেস করার জন্য বসানো হবে দুটি প্রসেস প্লান্ট। বর্তমানে খনন কৃত কুপের পরীক্ষণের কাজ চলছে। এ কাজ শেষ হবে সপ্তাহ খানেক সময় লাগবে। তারপরই গ্রীডে সরবরাহ দেয়া হবে।






Shares