ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দিনের হরতাল পালিত হচ্ছে, আটক ৭
প্রতিবেদক ॥ দেশব্যাপী গণহত্যা, গুম ও বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং নির্দলীয়, নিরপে তত্তাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮দলীয় জোটের ডাকা দু’দিন ব্যাপী সকাল- সন্ধা হরতালের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে খন্ড খন্ড মিছিল করছে। বন্ধ রয়েছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরের ৪০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার ৮টি উপজেলায় হরতাল পালিত হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। |
« নবীনগরে জামায়াত ও শিবিরের ২ নেতা গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কুমিল্লা বোর্ডের সেরা বিশে ব্রাহ্মণবাড়িয়ার দুই বিদ্যালয়, জিপিএ-৫ এ জেলার শীর্ষে অন্নদা »