Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হেফাজত কর্মীদের উপচে পড়া ভীড়

+100%-



প্রতিবেদক : শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে হেফাজত ইসলাম কর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের যাত্রা বাতিলের খবরে ওই ট্রেনে করেই ঢাকা যেতে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয় হেফাজত ইসলাম  এর কর্মীরা।
শুক্রবার রাত আটটার দিকে সরেজমিন ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনের দুই নম্বর প্লাটফরমে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো সাধারণ ট্রেন যাত্রী তেমন একটা নেই। ওই প্লাটফরমে টুপি-পাঞ্জাবি পরিহিত মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
সাড়ে আটটার দিকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুই নম্বর প্লাটফরমে থামার পরপরই এটিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ে মাদ্রাসা ছাত্ররা। দুই মিনিটের মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এটিতে মাদ্রাসা ছাত্ররা বাদুরঝুলা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে অনেক মাদ্রাসা ছাত্র মাত্রতিরিক্ত ভীড় ঠেলে ট্রেনে উঠতে ব্যর্থ হয়।
তাদের অনেকেই বাংলানিউজকে জানান, সড়ক পথে সরাইল বিশ্বরোড মোড়ে গিয়ে গাড়ি না পেয়ে তারা ঢাকা যেতে পারেনি। এখন ট্রেনে যেতে ব্যর্থ হয়ে তারা হতাশ। তবে রাতের মধ্যেই মেইল ট্রেন কিংবা অন্য কোন পথে ঢাকায় যাবেন বলে জানান তারা।






Shares