Main Menu

আদালত এলাকার শক্তিশালী বোমা উদ্ধার, গভীর রাতে নিস্ক্রীয়

+100%-

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের সামনের গেটের কাছের শক্তিশালী বোমাটি অবশেষে  নিস্ক্রীয় করেছে র‌্যাব । গভীর রাতে ঢাকা থেকে আসা  র‌্যাবের বোমা নিষ্ক্রীয়কারী দল ৩ কেজি ওজনের ওই বোমাটি নিষ্ক্রীয় করে ।

জানা গেছে , আদালত এলাকায় শক্তিশালী বিষ্ফোরক রয়েছে এমন গোপন সংবাদ জানতে পারে র‌্যাব ৯ । তারা মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় প্রায় ২ ঘন্টা তল্লাশী চালিয়ে জজকোটের গেটের সম্মুখে একটি জুতার বাক্সে বোমাটি সনাক্ত করে। এরপর পরই বালির বস্তা দিয়ে এটিকে ঘিরে রাখে  র‌্যাব সদস্যরা। পরে বোমাটি নিষ্ক্রীয় করতে র‌্যাব হেড কোয়াটারের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়। ঢাকা থেকে রাত পৌনে ২ টায় মেজর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল ব্রাহ্মণবাড়িয়া আসে । তারা বোমাটি উদ্ধার করে রাত পৌনে ৩ টায় এটিকে নিষ্ক্রিীয়  করে ।  
র‌্যাব ৯ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ জানান, এখানে উদ্ধার হওয়া বোমাটি বেশ শক্তিশালী ছিল। এটি বিষ্ফোরিত হলে জজকোট এলকার ক্ষতি সহ বড় ধরনের নাশকতার আশংকা ছিল ।

এদিকে বোমার খবরে রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে আতংক ছড়িয়ে পড়ে ।






Shares