ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই শেষ
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলীর গুম হওয়া, দেশের আইন শৃংঙ্খলার অবনতি এর প্রতিবাদে দেশব্যাপি বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল সন্ধা হরতাল দ্বিতীয় দিনে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এডঃ হারুন আল রশিদ, সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল¬া কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদল আহবায়ক মনির হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করে। হরতালে শহরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট, স্কুল-কলেজ, বীমা অফিস, সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ ছিল। সরকারী ও বেসরকারী ব্যাংকগুলো লেনদেন বন্ধ ছিল। এছাড়াও আন্তঃজেলা বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। হরতালে কোন প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি কার্যক্রমে। সকাল থেকে বন্দরে সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলেছে। তাছাড়া পাসপোর্টধারী যাত্রী পারাপারও ছিল অন্যান্য দিনের মতোই। বন্দর সূত্রে জানাগেছে, হরতালে বন্দরের কোন সমস্যা হয় না। সন্ধ্যায় খালি ট্রাকগুলো ফিরে যায়। আর সকল রাজনৈতিক দলের ব্যবসায়ী রয়েছেন এ বন্দরে। সবাই সম্মিলিত ভাবে বন্দরকে হরতাল মুক্ত রাখেন। এসব কারণে হরতালে কোন প্রভাব পড়েনি বন্দরে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার শহিদুল ইসলাম বলেন, হরতালে আমদানি-রফতানিতে কোন সমস্যা হয়নি। স্বাভাবিক ভাবে আমদানি-রফতানি হয়েছে। |
« আশুগঞ্জে হরতাল পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে যৌতুকের জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ »