৩১ ডিসেম্বর ও ১,২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে অদ্বৈতমেলা
বাংলা ভাষা ও সাহিত্যের অমর কথাশিল্পি,তিতাস জনপদের কৃতি সন্তান অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈতমেলা-২০১৭ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ ডিসেম্বর ও ১,২ জানুয়ারি শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর বিকাল ৪ টায় মেলার উদ্ধোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য,বিশিষ্ট লেখক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে মেলায় কর্মসূচীর মধ্যে থাকবে উদ্ধোধন,অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা,সাংস্কৃতিক প্রতিযোগীতা,লোকগান ও লোকনৃত্যে,কবিতা পাঠ ও আবৃত্তি,অদ্বৈত সম্মাননা ও সমাপনী দিনে বাউল স¤্রাট শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদযাপন। এবছর অদ্বৈত সম্মাননা গ্রহণ করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। এছাড়া মেলায় প্রতিদিন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি,কথাশিল্পি,আবৃত্তি ও সঙ্গীতশিল্পি অংশ নেবেন। মেলাকে সফল করার লক্ষে শনিবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালক মো.মনির হোসেন,সদস্য আবদুর রহিম,হৃদয় কামাল,অমিতাভ চক্রবর্তী,সানজিয়া আফরিন,উত্তম কুমার দাস,সাকিলা নাসরিন সেতু,আতিকুল ইসলাম সুজন,সোহাগ রায়,সুমাইয়া আকতার।