হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নায়ার কবীরকে মেয়র পদে বিজয়ী করতে হবে—–আল মামুন সরকার
মঙ্গলবার রাতে গোকর্ণঘাটে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা হাজী ফারুক মিয়া, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনূর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম, সাইদুজ্জামান আরিফ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নায়ার কবীরকে মেয়র পদে বিজয়ী করতে হবে। তিনি এ সময় আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়নে আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর অনেক কাজে করে গেছেন। আমরা আশা করি তার সহধর্মিনী নায়ার কবীর মেয়র নির্বাচিত হতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এখানে কোন নির্বাচনে যুদ্ধাপরাধী বা তাদের পরিবারের কোন সদস্য জয়ী হতে পারবে না। তাই আমাদের সকলস্তরের নেতাকর্মী পৌর এলাকার প্রতিটি মানুষকে স্বাধীনতার মাসে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য উজ্জীবিত করে তুলতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আগামী ২০ মার্চ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমি আপনাদের সকলকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করতে চাই।