Main Menu

হাফেজ মোবাশ্বেরের মানসিক অবস্থা নির্ণয়ে মেডিক্যাল বোর্ড

+100%-

ছুরি হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার হাফেজ মোবাশ্বেরকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। পাশাপাশি তার মানষিক অবস্থা নির্ণয়ে মেডিক্যাল বোর্ড গঠনের জন্যও আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এসআই মুজিবুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে মোবাশ্বেরের নামে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলামের বরাত দিয়ে সদর থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, দুপুরে মোবাশ্বেরকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলা সিভিল সার্জনসহ মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে মানসিক অবস্থা নির্ণয় করবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের নামের ওই যুবক ছুরি হাতে সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলা করে। এ সময় ছুরি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। রাস্তার উপর প্রায় ২/৩ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার ওসি (তদন্ত) শাহজাহানসহ সাধন নামে আরো এক কনস্টেবল আহত হয়।






Shares