Main Menu

Wednesday, September 2nd, 2020

 

নবীনগর থেকে হারিয়ে গেছে ১৪ বছরের কিশোর মাহি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আহসান হাবিব মাহি নামে ১৪ বছরের এক কিশোর হারিয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে, নিজ গ্রাম কালঘড়া থেকে পাশের গ্রাম রসুল্লাবাদ বাজারে যায় সে। এরপর আর বাসায় ফেরেনি। এ ঘটনায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ মাহি, চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক কাইয়ুম তুহিনের ভাইয়ের ছেলে। তার বাবা আবুল কালাম। ছেলেটির সন্ধান পেলে, ০১৭৩-০৩১২৪২৫ নম্বরে জানানোর অনুরোধ করেছে তার পরিবার বর্গ।


কসবায় জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ভোল্লাবাড়ি গ্রামের স-মিলের শ্রমিক জামাল হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির নোয়ামুড়া জামে মসজিদের সামনে চার গ্রামের নারী পুরুষ জামাল হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা বলেন; ভোল্লাবাড়ি গ্রামের আজিজুল হকসহ তার পরিবারের সদস্যদের কাছে গ্রামের নিরীহ মানুষ জিম্মি। সাধারণ ঘটনার জের ধরে ধরে আজিজুল হকের লোকজন পরিকল্পিত ভাবে একই গ্রামের জামাল মিয়াকে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। বক্তব্য রাখেন,নিহত জামাল মিয়ার ছেলে আলাউদ্দিন,আলমগীর,আউয়াল পাঠান,আক্তার হোসেন,জরিনা বেগ,মনোয়ারা বেগম প্রমুখ। কসবা থানাবিস্তারিত


নাসিরনগরের সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার সাবরেজিষ্ট্রার মিজহারুল ইসলামের ঘুষ-অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা। গত ২৬ আগস্ট উপজেলার ১২জন ভূক্তভোগী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে সাবরেজিষ্ট্রারের ঘুষ-দুর্নীতির ৪০টি অভিযোগের কথা উল্লেখ করেন তাঁরা। ১২ জন ভুক্তভোগীর করা ওই অভিযোগে সাব রেজিস্ট্রার কার্যালয়ের নৈশপ্রহরী সাইফুল ইসলামের দুর্নীতির কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া ভূক্তভোগীদের মধ্যে আহাম্মদ হোসেন সাবরেজিষ্ট্রারের অনিয়ন-দুর্নীতির বিষয়ে জেলা রেজিষ্ট্রারের কাছে গত ২৩আগস্টও একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, দলিলের নকল বা সার্টিফাইড কপি তোলার জন্য সরকার নির্ধারিত ফি ২৭০ টাকা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়েবিস্তারিত


হাফেজ মোবাশ্বেরের মানসিক অবস্থা নির্ণয়ে মেডিক্যাল বোর্ড

ছুরি হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার হাফেজ মোবাশ্বেরকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। পাশাপাশি তার মানষিক অবস্থা নির্ণয়ে মেডিক্যাল বোর্ড গঠনের জন্যও আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এসআই মুজিবুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে মোবাশ্বেরের নামে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলামের বরাত দিয়ে সদর থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, দুপুরে মোবাশ্বেরকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলা সিভিলবিস্তারিত


থানায় ঢুকে ছুরি নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা

ছুরি হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। বুধবার দুপুরে হামলাকারী মোবাশ্বের (৩০) কে আদালতে পাঠানো হয়েছে। সে শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের নামের ওই যুবক ছুরি হাতে সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলা করে। এ সময় ছুরি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। রাস্তার উপর প্রায় ২/৩ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করেবিস্তারিত


থানায় ঢুকে ছুরি দিয়ে পুলিশের ওপর যুবকের হামলা, ওসি তদন্তসহ দুই পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে ছুরি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন মোবাশ্বের (৩০) নামের এক যুবক। এতে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বেরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা সদরের উত্তর মৌড়াইল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোবাশ্বের ধারালো ছুরি নিয়ে থানা চত্বরে পায়চারী করতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা থানায় আসার কারণ জানতে চাইলে তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে থানার সামনের সড়কে নিয়েবিস্তারিত