স্যাম্পল বিক্রির দায়ে আবিদ ফার্মেসি ও লাইসেন্স না থাকায় সাফিয়া ফার্মেসিকে জরিমানা
[Web-Dorado_Zoom]

নানা অনিয়মের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসিকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ২০ জুলাই শহরের কাউতলীর আবিদ ফার্মেসি ও সাফিয়া ফার্মেসিকে এই জরিমানা করা হয়। বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়নে গাফিলতির অভিযোগে দুই প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, অভিযানে আবিদ ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রির অপরাধে ১০,০০০ টাকা এবং সাফিয়া ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় ১,০০০ টাকা জরিমানা করা হয়।
« আখাউড়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, পৌর শহরে চুরি আতঙ্ক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে চুরি হওয়া ৫ মোবাইলসহ চোর গ্রেপ্তার »































