স্বাস্থ্য সহকারীদের দাবী সরকার দ্রুত বাস্তবায়নে আশা প্রকাশ::হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন জরুরী সভা
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সহকারীদের জন্য এক বছর মেয়াদী ইন সার্ভিস বিশেষ ডিপ্লোমা প্রশিক্ষন কোর্স ও প্রধানমন্ত্রীর ঘোষণা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থমন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ জনপ্রশাসন সুপারিশ অনুসারে স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দুরীকরণ এবং বেতন স্কেল টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান করার দবীতে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এক গুরুত্বপূর্ণ জরুরী সভা গত শুক্রবার সকাল ১০ টা শহরের পুরাতন কাচারী ভবনে ( লাল দালান) অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরী সভায় বক্তব্য রাখেন ইলিয়াস জাবেদ, রকিব আহমেদ, এম.কে আশরাফ, শিহাব উদ্দিন, মোঃ মাসুক, মোঃ মিজানুর রহমান, ইকবাল মাহমুদ মিশুক, আবু জামাল, আলাল উদ্দিন, মোঃ শাহীন মিয়া, আলী আকরাম, মিফতাহুল জান্নাহ, নাজির আহমেদ, বিল্লাল সরকার, জহির মিয়া, রাজিব চন্দ্র দাস, জেসমিন আক্তার, নাজনিন আক্তার, আব্দুল আলিম, সুনীল দেবনাথ, জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, মোঃ আল-আমিন, শান্ত ভূইয়া, নোমান মিয়া, ফারুক মিয়া, জহিরুল কবির, সজল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সভাটি সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাঈনুদ্দিন। সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবী আদায়ে কেন্দ্রীয় যে কোন কর্মসূচী ব্রাহ্মণবাড়িয়া জেলায় তা বাস্তবায়ন করবে এবং স্বাস্থ্য সহকারীদের দাবী সরকার দ্রুত বাস্তবায়নে আশা প্রকাশ করেন।