স্কলাস্টিকা কিন্ডারগার্টেনে পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে পহেলা জানুয়ারী ২০১৭ খ্রিষ্টাব্দ রোববার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কালাইশ্রীপাড়ায় অবস্থিত স্কলাস্টিকা কিন্ডারগার্টেন এ পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও মান সম্মত পদ্ধতিতে যত্নের মাধ্যমে পরিচালক সহ শিক্ষকমন্ডলী এখানে শিশু ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত পাঠ্য পুস্তক (বই) উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক ও তালিকাভুক্ত শিক্ষক নূর মোহাম্মদ হাজারী। নার্সারী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত পাঠ্যপুস্তক বোর্ডের বই বিতরণ করেন শিক্ষক মন্ডলী।
বিগত ২০০৭ খ্রিষ্টাব্দে স্কলাস্টিকা কিন্ডারগার্টেন চালু হওয়ার পর থেকে যতেœর সাথে প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অসংখ্য ছাত্র ছাত্রীকে আধুনিক মান সম্মত পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়। যাদের অধিকাংশই বর্তমানে বিভিন্ন সরকারী স্কুলে লেখাপড়া করছে। এবারের (২০১৬) প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ। এর মধ্যে ৫০ শতাংশ জিপিএ ৫ তথা ‘এ প্লাস’ পেয়েছে।প্রেস রিলিজ