সাংবাদিক পলাশের নানীর ইন্তেকাল , দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
এসএটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান পলাশের নানী হাসমতআরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহরের ভাদুঘরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে স্থানীয় আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণী গ্রামে ২য় ও তয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। তিনি এক মেয়ে, দুই ছেলেও স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সংরক্ষিত মহিলা আসন ব্রাহ্মণবাড়িয়া ৩১২ এর সংসদ সদস্য উম্মে নাজমা বেগম শিউলি আজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, তার বড় ছেলের কর্মস্থল বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়।































