Main Menu

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলে একযোগে কাজ করতে হবে– ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

DSCN3048মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুল আলম, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা জাসদ সভাপতি এডঃ আখতার হোসেন সাঈদ, পিপি এডঃ নূর মোহাম্মদ জামাল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সাংবাদিক মনজুরুল আলম, এডঃ মিন্টু ভৌমিক, এনজিও কর্মী এস এম শাহীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফুল মিয়া ভূইয়া, পরিবহন নেতা বাহার চৌধুরী, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, জেলা রেস্তুরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নেছার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, এডঃ কাজী মাসুদ, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলে একযোগে কাজ করতে হবে। জেলার সকল স্থানে এই বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। জঙ্গিবাদীরা ইসলামের শত্রু। তারা ইসলামকে কলঙ্কিত করতে এই সকল জগণ্যতম অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। তাদেরকে সকলে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।






Shares