Main Menu

শিশু নাট্যমের চার দিনব্যাপী চিত্রকলা ও সাংস্কৃতিক উৎসব সফলে ব্যাপক প্রস্তুতি

+100%-

siso nattom

শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৬ অনুষ্ঠিত হবে। চারদিন ব্যাপী শিশুদের উৎসব ব্রাহ্মণবাড়িয়া চেম্বার এন্ড কমার্সের সাবেক সভাপতি ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদকে উৎসর্গ করা হয়েছে। ২৫তম উৎসব সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। উৎসবে প্রতিদিন আলোচনা, নাচ, গান, আবৃত্তি পরিবেশন ছাড়াও শিশুদের সংগীত, ছবি আঁকা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। এবারের উৎসবে দেশের বিশিষ্ট গুণীজন অংশ নেবে। উৎসবে ৬জন গুণীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। শিশুদের চার দিনব্যাপী ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব সফল করতে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সম্পাদক ও সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু সকলের সহযোগিতা কামনা করেছে। উৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম অফিস এখন শিশু ও অভিভাবকদের পদচারনায় মুখরিত।






Shares