Main Menu

শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে– পৌর মেয়র নায়ার কবীর

+100%-

Meyar

আগামী ১৬জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন সফলতার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ওরিয়টেশন কর্মশালা সভা মঙ্গলবার পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ হাসিনা আখতার, ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, আরএমও ডাঃ মুসা খান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কাদির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম বকুল, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ ম কাউসার এমরান, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, খবির উদ্দিন, শাহ মোঃ শরিফ ভান্ডারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর পৌর এলাকায় অবস্থানরত সকল অভিভাবকগণকে সন্তানদের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খায়ানোর অনুরোধ করেন। তিনি আরো বলেন, ভিটামিন এ’প্লাস ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ প্রতিরোধ এবং অন্ধত্ব দূরীকরণ সহ দূর্বল শিশুদের পুষ্টিকর করে। তাই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করে তুলে এর সাথে সংশ্লিষ্ট সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।






Shares