গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন
শিক্ষার জন্য ক্ষতিগ্রস্থ বিদ্যালয় ভবন মেরামতের জন্য পৌর পরিষদ আর্থিক সহযোগিতা করবে:: পৌর মেয়র নায়ার কবীর
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ভবন গতকাল শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর।
পরিদর্শনকালে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ছাত্রছাত্রীদের জরুরী পাঠদানের ব্যবস্থা করতে ক্ষতিগ্রস্থ ভবন মেরামতের জন্য পৌর পরিষদ আর্থিক সহযোগিতা করবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই সরকারের ঘোষিত শিক্ষানীতিকে প্রাধান্য দিয়ে আমরা পৌর পরিষদ কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ ইয়াকুব, সাধারন সম্পাদক কুদ্দুস মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হিরণ মিয়া, গোকর্ণঘাট গ্রামের বিশিষ্ট ব্যক্তি সৈয়দ মিয়া, ফরিদ মিয়া, মন মিয়া সর্দার, বাহার মিয়া, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল করিম, সুমন চক্রবর্তী, আরস মিয়া প্রমুখ।