Main Menu

শহরের বিভিন্ন আবাসিক ও খাবার হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা (ভিডিও)

+100%-

mobile court 18-10-15
ব্রাহ্মণবাড়িয়ায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে চারটি হোটল ও রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই আদালত পরিচালনা করেন। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তাকে অবৈদ গ্যাস সংযুগ প্রদানের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শহরের কালাইশ্রীপাড়ার ইয়াছিন প্লাজায় অবস্থিত গোবিন্দ হোটেলকে লাইসেন্স না থাকাসহ নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ৩০ হাজার, কোর্ট রোড এলাকার রাজমনি হোটেলকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০ হাজার ও একই এলাকার আবাসিক হোটেল আল মাহিরকে মূল্য তালিকা না থাকার অভিযোগে পাঁচ হাজার এবং পুরাতন জেল রোডের মেরিডিয়ান কাচ্চি এন্ড কাবাব হাউজকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






Shares