শফিকুর রহমানের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শোক সভা

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি প্রয়াত শফিকুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার বেলা ১১ টায় মসজিদ রোডস্হ ভূইয়া ম্যানশনের(৫ম তলায়) ইউনিয়ন কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।শোক সভার শুরুতেই প্রয়াত শফিকুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
শোক সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুল কবির,কার্যকরী সদস্য সামিউল আহমেদ,মোহনা টেলিভিশনের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শাহজাহান সাজু, মো.মাসুদ মিয়া,কবি মো.ইদ্রিস মিয়া, জহিরুল ইসলাম রিপন,শেখ সিরাজুল ইসলাম।পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন প্রয়াত শফিকুর রহমানের মেজো মেয়ে শাখাওয়ারা রহমান ইমিতা,ভাতিজা ফাহাদ বিন আসাদ।
এসময় অন্যানোদের মাঝে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মো.দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুর রহমান বুলবুল,সারোয়ার হাসান তুহিন,আব্দুল্লাহ আল নাঈম,মো.হান্নান মিয়া,মাইনউদ্দিন,আরিফুর রহমান জুয়েল,তরুণ সংবাদ কর্মী সুজন সরকার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য সাইদুল ইসলাম।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদআরজু বলেন,সাংবাদিক শফিকুর রহমান সংবাদকর্মীর বাইরেও একজন সামাজিক ও পরোপকারী মানুষ ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।তাঁর মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ব্যাক্তি হারিয়েছি।
এসময় বক্তারা আরো বলেন,শফিকুর রহমান সাংবাদিক ইউনিয়নের শুরু থেকেই যুক্ত ছিলেন।তারঁ এই অসময়ে চলে যাওয়া সাংবাদিক ইউনিয়ন একজন একনিষ্ঠ সহযোদ্ধা হারিয়েছেন।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।































