Main Menu

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ২০১৬-২০১৭ মেয়াদী কমিটির ১৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

+100%-

Rotary Pic 00

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ২০১৬-২০১৭ মেয়াদী কমিটির ১৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর শহিদ আহমেদ চৌধুরী, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর ইলেক্ট প্রফেসর তৈয়ব আহমেদ চৌধুরী, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ গভর্ণর নমীনি দিল নাশিন মহসিন, রোটাঃ ডাঃ জমির আলী, রোটাঃ সিপি আবু আজমল পাঠান, রোটাঃ কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর প্রমুখ। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর পর্বশেষে নবাগত প্রেসিডেন্ট রোটাঃ জাকারিয়া খান জাকির সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট প্রফেসর মু. মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের চার্টার সেক্রেটারী রোটাঃ রহুল আমিন ভূইয়া বকুল। ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী ক্লাব সেক্রেটারী রোটাঃ হুমায়ুন কবীর। রোটারী প্রত্যয় পাঠ করেন ক্লাবের নবাগত সেক্রেটারী রোটাঃ শফিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটাঃ ডাঃ মোস্তাফিজুর রহমান। গীতা পাঠ করেন রোটাঃ ক্ষমা রাণী কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ২০১৫- ২০১৬ এর বার্ষিক ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। র‌্যাফেল ড্র পরিচালনা করেন রোটাঃ গোলাম মোস্তফা ও জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেন, রোটারীয়ানরা মানবসেবায় সবসময় নিবেদিত থাকেন। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের কার্যক্রমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত একটি গ্রাম অনেক উপকৃত হয়েছে। এই ক্লাব তাদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। আমি এই ক্লাবের মঙ্গল কামনা করি। বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, আর্ত মানবতায় নিয়োজিত রোটারী ক্লাবের কর্মকান্ডকে আমি সাধুবাদ জানাই। এই ক্লাবের অগ্রযাত্রা আরো এগিয়ে যাক এই কামনা করি। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।






Shares