নতুনপ্রজন্মকে সেবা কাজে অণুপ্রেরণার দৃঢ় প্রত্যয়
রেডক্রিসেন্ট ইউনিটের ১৯৮০-৯০ সনের যুব সদস্যদের পূনর্মিলনী
নতুন প্রজন্মকে সেবা কাজে অণুপ্রেরণার দৃঢ় প্রত্যয় আর সুন্দর সুখী দেশ জাতি গঠনে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের ১৯৮০-৯০ খ্রীষ্টাব্দের যুব সদস্যদের পুনর্মিলনী অনুষ্টান হয়েছে। স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার এ অনুষ্ঠানকে ঘিরে প্রবীণ নবীন সেবাকর্মীদের মিলন মেলা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইউনিট এ্যাফেয়ার্স খায়রুল এনাম খান। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ সাদরুল হুদা নিয়াজ।
আল আমীন শাহীনের সঞ্চালনায় সূচনা পর্বে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত শান্তি কামনায় দোয়া করেন আজিজুল হাকিম শওকত,পরে স্মৃতিচারণ করেন শিক্ষক মিনা বণিক, বিশ্বজিত রায়, গোপাল সূত্রধর,প্রাক্তন সদস্য সৈয়দ অবদুল হাই আল হাদী, অবঃ লেঃ কর্ণেল মানিকুর রহমান মানিক, শাহাদাত হোসেন আঙ্গুর,শেখ মাহবুবুর রহমান, মোঃ মাশুকুল ইসলাম,আনিসুর রহমান চৌধুরী,শাহজাহান সাজু,তৌফিকুল ইসলাম টুটুল,অধ্যাপক মাসুদা তোফা, রুমা ফরিদা নাজমীন, সোপানুল ইসলাম,মোঃ মনির হোসেন প্রমুখ।
স্মৃতি সবুর এর উপস্থাপনায় জাতীয় সঙ্গীত সহ সঙ্গীতানুষ্ঠানে তাজদিদ, শিরিন সুলতানা কংকন, ফারুক আহমেদ পারুল সহ সকল সদস্য অংশ নেন।যাদু প্রদর্শন করেন রুহুল আমীন সেলিম যাদুকর, কবিতা আবৃত্তি করেন মাহবুবা জামান ডেন্সি, ফাবিহা রহমান, কাজী সাহানা সুলতানা প্রমুখ। দিন ভর এ মিলনমেলায় নানা আনন্দঘন কর্মসূচী হয়েছে।