রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার সফলতার শতভাগ অংশিদার এদেশের শ্রমজীবি মানুষ :: আল-মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফলতা এবং উন্নয়নের শতভাগ অংশিদার এদেশের শ্রমজীবি মানুষ। যাদের হাড়ভাঙ্গা শ্রমে আজ রাষ্ট্রের রাস্তা-ঘাট, ব্রীজ কালভাট সহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ দরিদ্রতম রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। আওয়ামী লীগ সরকারের এই সফলতাকে নস্যাৎ করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা এই শ্রমজীবি মানুষদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যথাসময়ে প্রতিহত করা হবে।
তিনি গতকাল রবিবার জেলাপরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা তাঁতীলীগ ও মৎস্যজীবি লীগের যৌথ উদ্যোগে ‘‘জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনে শ্রমিকদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই অভিমত ব্যক্ত করেন।
জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আব্দুর রহমান সর্দারের সভাপতিত্বে এবং জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খান খোকন, আলহাজ¦ মোঃ শাহআলম, পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারিন্দ্রনাথ ঘোষ, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাহপরান প্রমুখ বক্তৃতা করেন।