মেধাবী ছাত্র জিয়াউলের স্মরণে সরকারি কলেজে স্মরণসভা ও মিলাদ মাহফিল
গত ১৫ মার্চ সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র জিয়াউল হকের মৃত্যুতে এক শোকসভা বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রসেফর সায়েরা বেগম। বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুর রউফ এর পরিচালনায় সভায় শোকাহত অনুভুতি ব্যক্ত করেন সহকারি অধ্যাপক নূর মোহাম্মদ, মরহুম জিয়াউলের ভাই মোহাম্মদ আবু কাউছার খান, সহপাঠি বন্ধু মোঃ তাজুল ইসলাম, মোঃ উজ্জল মিয়া, মোঃ বকুল তালুকদার, মুশফিকুর রহমান, মনিরুল ইসলাম শ্রাবণ, মেহেদী নূর পরশ প্রমুখ।
শোকসভায় মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম। মোনাজােত জিয়াউলের বাবা সহ দুইজন ভাই অংশ গ্রহন করেন। পরে বিভাগের পক্ষে একটি শোকবার্তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিভাগের বিভিন্ন বর্ষেন প্রায় শতাধিক শিক্ষার্থী উক্ত মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন।
উল্লেখ্যে গত ১৫ মার্চ আনসার একাডেমীর একটি প্রশিক্ষণে অংশ্র গ্রহনের জন্য সিলেট যাবার পথে শায়েস্থাগজ্ঞে এক বাস দূর্ঘটনায় জিয়াউল সহ তিনজন মৃত্যু বরণ করেন।