মুক্তিপণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র অপহূত




জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল হূদয়কে খাবার খেতে ফার্নিচারের দোকান থেকে বাড়ি যেতে বলেন। কারখানা থেকে শহরের ফুলবাড়িয়াস্থ বাসায় যাবার পথে সে নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত স্থান থেকে নজরুল ইসলামের মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করার পর হূদয় কান্নাজড়িত কণ্ঠে বলে তাকে কিছু অপরিচিত লোক অপহরণ করেছে। এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অপহূত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।
« তিন বছরের মধ্যেই আখাউড়া-আগরতলা রেল, খুলছে নতুন দুয়ার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ট্রাকচাপায় শিশু নিহত »