ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান:: সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ
ডেস্ক ২৪॥ ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রায় চারশ শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের নামে জঙ্গীবাদে উৎসাহিত করতে বিভিন্ন সংগঠন কাজ করছে। তাই প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের ব্যাপারে প্রত্যেক অভিভাবকদের বিশেষ করে মা’দের সতর্ক থাকতে হবে। পড়ালেখাসহ তাদের বিকাশের দিকে বিশেষ নজর রাখতে হবে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুননাহার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল হক ভূঁইয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য বাহারুল ইসলাম মোল্লা, সাবেক প্রধান শিক্ষক সুফিয়া খাতুন প্রমুখ।
সমাবেশে মা’দের পক্ষে আরজু বেগম, রীণা আক্তার ও খাদিজা বেগম শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তাদের বক্তব্যে তুলে ধরেন।