Main Menu

মামলা পুনরুজ্জীবীত করে হাবিবুল্লাহর খুনিদের শাস্তি দেয়া হবে- খালেদ হোসেন মাহবুব শ্যামল

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল, যুবদলের সাবেক সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট শেখ মোঃ হাবিবুল্লাহ হত্যামামলা পুনরুজ্জীবীত করে খুনিদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, হাবিবুল্লাহর মৃ্ত্যু স্বৈরাচারীনি শেখ হাসিনার লোকদের দ্বারা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছিল। আইনগত প্রক্রিয়ায় মামলা পুনরুজ্জীবীত করে বিচার নিশ্চত করা হবে।

শুক্রবার বিকালে শহরের কাউতলীতে একটি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট শেখ মোঃ হাবিবুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের মাগফিরাত ও অসুস্থদের জন্য দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের মুখপাত্র শেখ মোঃ হাফিজুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল আরো বলেন, ২০০৬ সালের ২৭ অক্টোবর বিএনপি শান্তিপূর্ণভাবে দ্বায়িত্ব হস্তান্তর করেছিল। সেদিন হাবিবুল্লাহ একটি গণতান্ত্রিক মিছিলে অংশ নিয়েছিল। সেই মিছিলে হামলা চালিয়ে স্বৈরাচারীনি শেখ হাসিনার লোকজন তাকে হত্যা করে। পরবর্তীতে একটি মামলা হলে, কারা দোষী সেটিও প্রমাণিত হয়। কিন্তু একটি নির্বাহী আদেশে বিচার স্থগিত করা হয়েছে। আমরা আশ্বস্ত করছি, আইনগত প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে হাবিবুল্লাহর খুনিদের শাস্তি দেয়া হবে।

জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, এবি এম মমিনুল হক, আলী আজম, মাইনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন,পৌর বিএনপির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমান উল্লাহ, উপদেষ্টা, হাসেন আল মামুন, জালাল উদ্দীন রুমী, আব্দু রউফ , শেখ মো: আবদুল্লাহ প্রমুখ।






Shares