ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন এর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় ও সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের বিভিন্ন কমপ্লেক্স ভবনের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।
এ সময় ১নং পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন বলেন, জনসাধারনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের ফুটপাতগুলোকে অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে কোন রকম সাইনবোর্ড, দোকানের মালামাল অথবা কোনরকম সরঞ্জাম রাখা যাবে না। যারাই অবৈধভাবে ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শহরজুড়ে অভিযান অব্যাহত থাকবে।