ব্রাহ্মণবাড়িয়া যথাযোগ্য মর্যাদায় স্কাউট জনকের জন্মদিন পালিত
গত ২২ ফেব্রুয়ারী, ২০১৭ ইং তারিখে “স্কাউটের জনক রবার্ট স্টিফেন্সস স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল এর ১৬০তম জন্মদিন উপলক্ষে বিপি দিবস উদ্যাপন করা হয়” আলোকিত স্কাউট আইডিয়াল ওপেন রোভার ইউনিটের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর পরিচালনায় আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
আনন্দ র্যালীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ শরিফ জসীম। সকাল ১০ টায় জেলা রোভার সম্পাদক মহোদয়ের নেতৃত্বে আলোকিত স্কাউট আইডিয়াল ওপেন রোভার ইউনিট এর স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হতে আনন্দ র্যালী শুরু করে বুধল উচ্চ বিদ্যালয় হয়ে, বুধল বাজারের দক্ষিণে গিয়ে আনন্দ র্যালী শেষ হয়। সেখান থেকে ফিরে এসে শুরু হল আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: তৈয়বুর রহমান, সভাপতি বুধল উচ্চ বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান ২নং বুধল ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহেদ আলী, প্রধান শিক্ষক- বুধল উচ্চ বিদ্যালয়, জনাব মো: লিমন মিয়া, সম্পাদক ও রোভার স্কাউট লিডার- জনাব মো: সাদ্দাম হোসেন- কোষাধ্যক্ষ, জনাব ফুলনাহার বেগম- সদস্য, জনাব এখছানুল কবীর উদয়- সদস্য, জনাব মো: খায়রুল আল-আমীন-সদস্য, জনাব মো: শরীফ আহমেদ- সদস্য, কার্য নিবার্হী কমিটি, আলোকিত স্কাউট আইডিয়াল ওপেন রোভার ইউনিট। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব মোহাম্মদ শরিফ জসীম, সম্পাদক- বাংলাদেশ স্কাউট ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার। উক্ত অনুষ্ঠানে অতিথিগণ বিপির জীবনী নিয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্কাউট, রোভার এবং গার্ল ইন রোভারবৃন্দ।